সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ব্যবহার করে বেড়েছে রপ্তানি, কমেছে আমদানি। সেইসঙ্গে বেড়েছে বন্দরের রাজস্ব আয়ও। ২০২৩-২৪ অর্থবছরের সঙ্গে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের আমদানি-রপ্তানি ও রাজস্ব আয়ের তুলনামূলক বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
ভোমরা স্থলবন্দর কাস্টমস স্টেশন সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে ৫৯ হাজার ৬৯৩টি গাড়িতে ৮ হাজার কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ২০ লাখ ৮২ হাজার ৭২২ মেট্রিক টন পণ্য আমদানি করা হয়। এ থেকে সরকার ৯৭৮ কোটি ৭৮ লাখ টাকা রাজস্ব আয় করে।
যেখানে ২০২৩-২৪ অর্থবছরে ৬৩ হাজার ৯০২টি গাড়িতে ৬ হাজার ৪৭৮ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ২৩ লাখ ৫৫ হাজার ৬২ টন পণ্য আমদানি করা হয়েছিল। রাজস্ব আয় হয়েছিল ৯০৭ কোটি ৫৯ লাখ টাকা। এই হিসাবে সর্বশেষ অর্থ বছরে আমদানির পরিমাণ কমলেও রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮৪ ভাগ।
এদিকে ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে রপ্তানি।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে ২২ হাজার ৯৩৭টি গাড়িতে ৩ হাজার ৪০৬ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ২ লাখ ৮৬ হাজার ১৩০ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়। যেখানে ২০২৩-২৪ অর্থবছরে ২৪ হাজার ৫৮০টি গাড়িতে ৩ হাজার ৯০ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ২ লাখ ৭৪ হাজার ১১০ টন পণ্য রপ্তানি হয়। এ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৩ ভাগ।
অপরদিকে ২০২৪-২৫ অর্থবছরে ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৯২ কোটি ২৪ লাখ টাকা বেশি রাজস্ব আয় করেছে ভোমরা শুল্ক স্টেশন। ২০২৩-২৪ অর্থবছরে ভোমরা বন্দর থেকে ৮৫৩ কোটি ৯৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা।
ভোমরা কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ভোমরা স্থলবন্দর অত্যন্ত সম্ভাবনাময়ী একটি বন্দর। আগামীতেও সবক্ষেত্রে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025