রাজধানীর আদাবরে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর অভিযানে শরীফ ওরফে কিলার শরীফ (৪২) নামে এক চিহ্নিত চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। শরীফ এর আগেও হত্যা ও চাঁদাবাজির মামলার ১৩ বছর জেল খেটেছেন।
আদাবর থানা পুলিশ জানিয়েছে, জেল থেকে বের হয়ে ফের চাঁদাবাজি শুরু করেন কিলার শরীফ। বিভিন্ন সময় দলবল নিয়ে রাস্তার ভ্যান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া শরীফকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার (২০ এপ্রিল) রাতে সেনাবাহিনীর শের-ই-বাংলা আর্মি ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে শরীফ ওরফে কিলার শরীফকে গ্রেফতার করে।
সূত্র জানায়, রাতে আদাবর রিং রোড এলাকায় এক সেলুন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিতে যান কিলার শরীফ। এসময় নিজেকে কথিত গডফাদার নবী ভাইয়ের লোক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করেন সেলুন মালিকের কাছে। পরে সেলুন মালিক সেনাবাহিনীকে ফোন করে ঘটনা জানান।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁদার টাকাসহ অভিযুক্ত শরীফকে হাতেনাতে গ্রেফতার করে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025