কখনো ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা আবার কখনো শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে গণ্যমান্য ব্যক্তিদের ফোন করে দিতেন হুমকি। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হতেন না তারা। মূলত টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে গণ্যমান্য ব্যক্তিদের ফোন করতেন তারা। এ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতাররা হলেন- মো. আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), মো. নাসিম হাসান লাভলু (৪৪) এবং ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)। রাজধানীর মিরপুর, পল্লবী এবং গাজীপুরের গাছা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ডিসি তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ একটি প্রতারকচক্র দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে নিজেদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎসহ বিভিন্ন সন্ত্রাসীদের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে প্রতারিত করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ জুলাই ডিবি মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর মিরপুর মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীরকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে রাজধানীর পল্লবী এলাকা থেকে একই চক্রের মো. নাসিম হাসান লাভলু এবং গাজীপুরের গাছা এলাকা থেকে ইলিয়াস শিকদার ওরফে বেলায়েতকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে দুইটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন, ১৯০টি সিমকার্ড, বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের আটটি সিল, ছবি ও নাম ঠিকানাসহ ২০টি ডিরেক্টরি, পাঁচটি ভুয়া আইডি কার্ড এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে নিজেদের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কখনো শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের টার্গেট করে ফোন করে হুমকি ও ভীতিকর পরিস্থিতি তৈরি করে বা কখনো প্রলুব্ধ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত। এ কাজে তারা একাধিক সিম কার্ড এবং মোবাইল ফোন সেট ব্যবহার করতো। তাদের প্রতারণার শিকার গণ্যমান্য ব্যক্তিরা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025