সাধারণ মানুষ এখন পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অভ্যুত্থানের পর যদি কোনো পরিবর্তন না আসে, মানুষ আবার রাজপথে নামবে। আর এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা করা হবে না।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় এনসিপির কার্যালয়ে দফায় দফায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘জুলাই পদযাত্রা ঘিরে এই হামলা চালানো হয়েছে। অনলাইনে আওয়ামী সন্ত্রাসীদের আস্ফালন বেড়েছে, তারা এখনো ঘাপটি মেরে দেশেই রয়েছে। যারা সংস্কার পিছিয়ে দিতে চায়, তারাই এনসিপির ওপর হামলা চালাচ্ছে।’
অনেকেই পুরনো রাজনীতি টিকিয়ে রাখতে চায় বলে দাবি করেছেন নাহিদ। তিনি বলেন, ‘নেতৃত্ব পরিবর্তন হলেও বন্দোবস্ত বদলায়নি। কেউ কেউ ওই পুরনো কাঠামো টিকিয়ে রেখেই তাদের জায়গায় আসতে চায়। আর তারাই সংস্কারকাজ পিছিয়ে দিতে চায়।’
জুলাই গণ-অভ্যুত্থানের বছরপূর্তিতে দেশব্যাপী মার্চ করছে এনসিপি। আজ বৃহস্পতিবার নীলফামারী জেলায় আছেন এনসিপি নেতারা।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025