রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী ‘কব্জিকাটা গ্রুপ’-এর প্রধান সহযোগী ও কিশোর গ্যাং নেতা মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২ জুলাই) গোপালগঞ্জের কাশিয়ানী থেকে বাবুকে গ্রেফতার করা হয়। বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
র্যাব জানায়, টুন্ডা বাবু মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে ছিনতাই, চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত।
এ সময় র্যাব-২-এর পরিচালক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার বলেন, বাবুকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বলেছেন, মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারের প্রধান সহযোগী তিনি।
কব্জিকাটা গ্রুপের প্রধান আনোয়ারের নির্দেশে তিনি মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিলেন। সাধারণত দিনের বেলায় তাঁরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকার কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করেন।
এভাবে তাঁরা টাকা, মুঠোফোন, ল্যাপটপ, ভ্যানিটিব্যাগসহ বিভিন্ন মাল ছিনতাই করেন। রাত গভীর হলে তাঁরা বাসাবাড়ি ও ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি করেন। এ ছাড়া তাঁরা গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সবকিছু লুট করেন। তিনি ও তাঁর গ্যাংয়ের লোকেরা বিভিন্ন এলাকায় মাদক কারবারে জড়িত।
র্যাব কর্মকর্তা খালিদুল হক বলেন, গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর শ্যামলী হাউজিংয়ের ২ নম্বর প্রজেক্টে বাবুকে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে নিয়ে দুই হাতে ধারালো অস্ত্র নিয়ে শোডাউন দিতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ২৪ ফেব্রুয়ারি বাবুকে গ্রেফতার করেছিল র্যাব। ৫ মে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন। এরপর তিনি আগের মতোই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় র্যাব-২-এর অভিযানে মাদক কারবারি ও সন্ত্রাসী ভূঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম, কবজিকাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারকে তাঁদের সহযোগীসহ গ্রেফতার করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025