সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ। নিহত চালক মো: হিমেল (২৪) দিনাজপুর সদরের গাবুরা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
ওসি আব্দুর রউফ জানান, চাল বোঝাই একটি ট্রাক নষ্ট হয়ে মহাসড়কের ওপরে দাঁড়িয়ে ছিল। এ অবস্থায় আম বোঝাই আরেকটি ট্রাক ঘটনাস্থলে পৌছে পিছন থেকে চাল বোঝাই ট্রাকটিকে স্বজোরে ধাক্কা দেয়।
এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক হিমেল গুরুতর আহত হন। তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ক্ষতিগ্রস্থ ট্রাক দুইটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
অপরদিকে, নাটোর-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় আম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে বিপুল পরিমান আম নষ্ট হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, আম বোঝাই ট্রাকটি রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টার দিকে ট্রাকটি ঘটনাস্থলে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকে থাকা আমগুলো ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে নষ্ট হয়েছে। তবে ট্রাকে থাকা কেউ হতাহত হয়নি।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025