উচ্চশিক্ষার সুযোগসহ ৮ দফা দাবিতে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব ফটক বন্ধ করে বিক্ষোভ করছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে শিক্ষার্থীরা রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে ‘অ্যাগ্রি ব্লকেড’ নামে এ কর্মসূচি শুরু করেন।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। ঢুকতে না পেরে তারা সবাই বাইরে অপেক্ষা করছেন। গেট বন্ধ করে বিক্ষোভ চালানোয় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে রোববার (২০ এপ্রিল) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে সারাদেশের কয়েকশ ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন। সেই কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজকের এ ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন।
কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের সমন্বয়কারী আসাদুজ্জামান আবির জানান, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষাসহ যৌক্তিক আট দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করেনি। মিথ্যা আশ্বাস বা অযৌক্তিক রেজল্যুশনের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার প্রতিবাদে অ্যাগ্রি ব্লকেড কর্মসূচি করা হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষির সৈনিকদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোনো ধরনের কৃষি কার্যক্রম চলতে দেওয়া হবে না। কৃষি ডিপ্লোমার সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, সব পেশার ডিপ্লোমা কৃষিবিদদের এ কর্মসূচিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
জানা যায়, কৃষিতে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য বাংলাদেশে সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ ২৬০টি বেসরকারি কৃষি কলেজ রয়েছে, যেখানে কৃষিতে চার বছরের ডিপ্লোমা কোর্সে অধ্যয়ন করা হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মিলিয়ে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছেন।
খামারবাড়ির সামনে উপস্থিত সাংবাদিকদের কথা হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. মুরাদুল হাসানের সঙ্গে। তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের অধিকাংশ দাবি ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয়েছে। তারপরও কারও ইন্ধনে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা আলোচনায় বসার কথা জানালেও তারা (শিক্ষার্থীরা) রাজি না।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025