প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৪:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৩:৫৫ পি.এম
সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে : সারজিস
ছাত্রলীগ কর্মীকে আটকের দাবিতে চট্টগ্রামের পটিয়া থানার সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বুধবার (২ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা লেখেন, “ইউনিফর্মধারী হোক কিংবা সিভিল; খুনিদের খুনের বিচার না হলে সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে এবং উঠবে। অন্তর্বর্তীকালীন সরকার, খুনিদের বিচার করতে হবে।
এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারে অস্বীকৃতির অভিযোগ তুলে থানার ওসিকে বদলির দাবিতে চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করে রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। থানা ঘেরাও করে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে থানার গেইটে অবস্থান করছেন আন্দোলনকারীরা।এর আগে মঙ্গলবার (১ জুলাই) জুলাই দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শেষে এক ছাত্রলীগ কর্মীকে আটকের দাবিতে থানার সামনে বিক্ষোভ করতে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে পুলিশ লাঠিচার্জ করলে ১০ জন আহত হন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025