শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (২ জুলাই) সকাল সাড়ে নয়টা থেকে পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দুপুর পৌনে ১২টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপোল এলাকায় মহাসড়ক অবরোধ করে।
নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে দিতে চাইলেও গ্রেফতারে অনীহা দেখায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর দুই দফা হামলা চালিয়েছে পুলিশ। এ ঘটনার সুষ্ঠু বিচার ও ওসি নাজমুন নূরকে প্রত্যাহার না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
বেলা ১১টার দিকে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা থানার সামনের মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিক্ষোভে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের মুখপাত্র ফাতেমা খানমসহ কেন্দ্রীয়, মহানগর ও জেলার নেতারা।
দুপুর ১২টায় দেখা যায়, পটিয়া ইন্দ্রপোল সংলগ্ন মডেল মসজিদ এলাকায় মূল সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, জুলাইয়েও শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছিল, একই কায়দায় এখনো শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে।
মঙ্গলবার রাতেও পটিয়া থানার ওসির নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। বুধবার সকালেও আমাদের এক নারী শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে। পটিয়া থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলায় যেসব পুলিশ সদস্য জড়িত তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে।
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025