তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৫৭ বার। যার মধ্যে বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচে, শ্রীলঙ্কা জিতেছে ৪৩টি এবং ২টি ম্যাচ পরিণতি ছাড়াই শেষ হয়েছে। সিরিজ পরিসংখ্যানে এগিয়ে লঙ্কানরা। মোট ১০টি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে ৬টি জিতেছে তারা, বাংলাদেশের ঝুলিতে আছে ২টি সিরিজ জয় (২০২১ ও ২০২৪ সালে), বাকি ২টি সিরিজ ড্র।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025