রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির পার্বত্য চুক্তি বাস্তবায়নের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে : পররাষ্ট্র উপদেষ্টা ৭২-এর মুজিববাদী সংবিধান রেখে সংস্কার সম্ভব নয়: সারজিস জুলাই পদযাত্রা কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : প্রেস সচিব জামায়াতের জাতীয় সমাবেশে যাচ্ছেনা বিএনপি গোপালগঞ্জের মরদেহগুলো প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা মানবাধিকার সহায়তাই ওএইচসিএইচআর মিশন কার্যালয়ের মূল লক্ষ্য ‘পরিবেশ রক্ষায় বর্তমান প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার এখনই উপযুক্ত সময়’ চাঁদাবাজির অভিযোগে চাপের মুখে বিএনপি, দলীয় নিয়ন্ত্রণ কতটা?

জুলাই শহীদদের স্মরণে গণসংহতির শ্রদ্ধা, সরকারকে সতর্ক করলেন সাকি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে গণসংহতি আন্দোলন এবং তাদের যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় এ কর্মসূচিতে অংশ নেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শ্রদ্ধা নিবেদনের সময় নেতাকর্মীদের জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ সময় জোনায়েদ সাকি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে ছাত্র-জনতার সবচেয়ে বৃহৎ গণজাগরণ হলো জুলাই অভ্যুত্থান। এটি কেবল ইতিহাস নয়, বরং চলমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেরণা।

তিনি অভিযোগ করে বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এখনো সক্রিয়। তারা জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়। কিন্তু জনগণের ঐক্যই তাদের ষড়যন্ত্র রুখে দেবে।

আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, গুপ্ত সন্ত্রাস চালিয়ে দেশকে নিয়ন্ত্রণে রাখার অপচেষ্টা চলছে। মব তৈরি করে অপরাধ ঢাকার সুযোগ দেওয়া চলবে না। অপরাধীদের বিচারের মুখোমুখি করতেই হবে।

গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে সাকি বলেন, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে রাজনৈতিক সংস্কার দরকার। পাশাপাশি অতীতের গণহত্যাগুলোর বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গঠনের মধ্য দিয়েই আমরা জনগণের রাষ্ট্র গড়ে তুলতে পারি।

শেষে তিনি বলেন, একাত্তর, জুলাইসহ সব আত্মত্যাগ আমাদের সংগ্রামের পথ দেখায়। দেশ গঠনে সেই আত্মত্যাগের আদর্শকেই সামনে রাখতে হবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com