ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের অন্তত ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৫ জন।
সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় শিল্পতালুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়ে। এছাড়া কারখানা সংলগ্ন একটি বাড়ি ভেঙে পড়ে এবং আরো একটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার বেশিরভাগ কর্মী ও শ্রমিক ছুটে বাইরে বেরিয়ে এলেও এখনও কয়েকজনের ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১১টি দমকল ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
জেলাশাসক ও এসপি ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে আগুন নেভানো ও উদ্ধারকাজের তদারক করছেন। তারা জানান, সিগাচি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামে ওই কারখানায় মাইক্রোক্রিস্ট্যালিন সেলুলোজ ও খাবারে মেশানোর রাসায়নিক তৈরি হতো।
বিস্ফোরণের জেরে পুরো এলাকা রাসায়নিক ধোঁয়ায় ঢেকে যায়। এতে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। পুলিশ-প্রশাসন দ্রুত আশপাশের মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায়।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025