শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

দেশে ফিরেছেন ৬০ হাজার ৫১৩ হাজি, মারা গেছেন ৪১ জন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে পর্যায়ক্রমে ৬০ হাজার ৫১৩ জন বাংলাদেশি হাজি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন। এ বছর সৌদি আরব হজের আনুষ্ঠানিকতার আগে-পরে মিলিয়ে মোটর ৪১ জন মারা গেছেন।

সোমবার (৩০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস এই তথ্য জানিয়েছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ফিরতি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৫ হাজার ৫০৬ জন হাজি। চলতি বছর হাজিদের পরিবহনে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

তাদের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ফিরিয়ে এনেছে ২৬ হাজার ৭৬৭ জন হাজি। সৌদি এয়ারলাইন্স এনেছে ২৪ হাজার ৯৭০ জন এবং ফ্লাইনাস ফিরিয়েছে ৮ হাজার ৭৭৬ জন।

ফেরত আসা এই হাজিদের পরিবহনে এখন পর্যন্ত মোট ১৬০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭১টি, সৌদি এয়ারলাইন্স ৬৬টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।

হজ পালন করতে গিয়ে এ বছর মোট ৪১ জন বাংলাদেশি মারা গেছেন। মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, অধিকাংশ মৃত্যু ঘটেছে বার্ধক্যজনিত অসুস্থতা এবং বিভিন্ন জটিলতার কারণে।

হজ অফিস জানিয়েছে, সার্বিক হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকারের বিভিন্ন সংস্থা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। হাজিদের যথাযথ সেবা নিশ্চিতে বিমানবন্দরে হজ কাউন্টার, মেডিকেল টিম ও সহায়তাকারী কর্মীরা প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, এ বছর হজযাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল থেকে। সর্বশেষ ফ্লাইট সৌদি আরবে গিয়েছিল ৩১ মে। মূল হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com