তানজানিয়ার উত্তরাঞ্চলীয় কিলিমানজারো এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৮ জন।
রবিবার প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
শনিবার রাতের এ দুর্ঘটনাটি ঘটে, যখন একটি যাত্রীবাহী বাসের টায়ার বিস্ফোরিত হয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো লেনে ঢুকে পড়ে এবং একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই দুটি যানবাহনে আগুন ধরে যায়।
বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আহত ২৮ জনের মধ্যে ২২ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তবে ৬ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এ ঘটনাকে ‘বড় বিপর্যয়’ উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি তিনি সকল চালককে সতর্কতা অবলম্বন ও সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি, ডন
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025