চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. সবুজ ওরফে বার্মা সবুজকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্র আইনে প্রায় ৩৫টি মামলা রয়েছে।
শনিবার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
এ সময় তার দুই সহযোগী সুমন খান (৩৮) ও মো. জনিকেও (৩১) আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বার্মা সবুজ দীর্ঘদিন ধরে বায়েজিদ, পাঁচলাইশ, খুলশীসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র নির্মাণাধীন ভবন থেকে চাঁদা আদায়, জমি দখল এবং রাজনৈতিক ছত্রছায়ায় আধিপত্য বিস্তার করত।
বার্মা সবুজকে এর আগেও গত বছরের ২৫ নভেম্বর হাটহাজারীর কুয়াইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তিনি কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
পুলিশ জানায়, বার্মা সবুজের পাঁচ ভাইয়ের মধ্যে চারজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। বড় ভাই সামশুর নামে ১২টি, সাইফুলের নামে ২০টি এবং ফাহিমের নামে একটি মামলা রয়েছে। ছোট ভাই শাহিনের নামে মামলা না থাকলেও সেও অপরাধী ভাইদের সঙ্গে চলাফেরা করে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত ২৭ জুন রাতে বার্মা সবুজের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল বায়েজিদ এলাকার মো. ইউসুফের বাসায় হামলা চালায়। তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ছড়ায় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় পরদিন থানায় মামলা হলে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলা৭১নিউজ/এসএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025