রাজধানীর জিগাতলার ট্যানারি মোড় এলাকার একটি বাসায় পানির ট্যাংকি পরিষ্কারের সময় জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
তারা হলেন- বাসার মালিক জিয়াউর রহমান (৪৫), তার দুই মেয়ে ফারিয়া (৮) ও রাইফা (৪) এবং বেলাল হোসেন (২৮) নামে এক শ্রমিক।
শনিবার (২৮ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
চারজনকে হাসপাতালে নিয়ে আসা শাহপরান বলেন, জিগাতলা ট্যানারি মোড় এলাকার ৫১/এ নম্বর বাসায় পানির ট্যাংকি পরিষ্কারের সময় গ্যাস বিস্ফোরণে বাসার মালিক, তার দুই মেয়ে ও এক শ্রমিক দগ্ধ হন। পরে আমরা তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে বেলাল হোসেনের শরীরের ১৭ শতাংশ, জিয়াউর রহমানের ৩ শতাংশ, তার মেয়ে ফারিয়ার ৭ শতাংশ ও আরেক মেয়ে রাইফার ৩ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি জানান, সবাইকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে ভর্তি দেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025