পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। রবিবার (২৯ জুন) ভোরে দেশটির মধ্যাঞ্চলে এই ভূকম্পন হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য নেই।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)-এর তথ্য অনুসারে, পাকিস্তানের মধ্যাঞ্চলে রবিবার ভোরে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মানির ভূ-তাত্ত্বিক এই গবেষণা কেন্দ্রটি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।
জিএফজেড আরও জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে উৎপন্ন হওয়ায় এটি ছিল অগভীর এবং এর কম্পন তীব্রভাবে অনুভূত হয়।
এদিকে ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে।
এই ৫.৫ মাত্রার ভূমিকম্পটি পাকিস্তানে সম্প্রতি সংঘটিত বেশ কয়েকটি ভূমিকম্পের সর্বশেষ সংযোজন। এর আগে চলতি মাসের শুরুতেই, জুলাইয়ের শুরুতে ৪.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প পাকিস্তানে আঘাত হেনেছিল বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
সূত্র: রয়টার্স, ইন্ডিয়া টুডে
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025