প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ৩:৫৩ পি.এম
না ফেরার দেশে ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জারিওয়ালা
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘কাঁটা লাগা’ খ্যাত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার, এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
জানা গেছে, হঠাৎ করে শেফালি অসুস্থতা বোধ করলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান তার স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী।
১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করেন শেফালি জারিওয়ালা। আহমেদাবাদেই প্রাথমিক শিক্ষা শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে শোবিজে যাত্রা শুরু করেছিলেন- মডেল হয়েছিলেন ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওতে।
এই গান তাঁকে এতটাই জনপ্রিয়তা দিয়েছিল যে, তিনি ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিতি পেয়েছিলেন।রুপালি দুনিয়ায় যাঁরা কম বয়সেই নিজেদের জায়গা পাকা করে নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শেফালি।
এক গানেই বদলে যায় তার ক্যারিয়ার। একাধিক টিভি শো-এ কাজ করেছেন।
নাচের রিয়েলিটি শো ‘বুগি উগি’, ‘নাচ বালিয়ে ৫’ এবং ‘নাচ বালিয়ে ৭’-এ যোগ দিয়েছিলেন শেফালি। এর পাশাপাশি ‘বিগ বস ১৩’-এও অংশগ্রহণ করেছিলেন তিনি।‘মুঝসে শাদি করোগি’ (২০০৪) এবং ‘হুডুগারু’ (২০১১) ছবিতেও অভিনয় করতে দেখা গেছে শেফালিকে। সম্প্রতি একাধিক ওয়েব সিরিজেও দেখা গেছে। ‘শয়তানি রাশমেন’ নামে একটি শোয়েও কাজ করেছেন।
কাজের বাইরে শেফালির ব্যক্তিগত জীবনও ছিল আলোচনার কেন্দ্রে। ভালোবেসে সঙ্গীত পরিচালক হরমীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শেফালি। কিন্তু ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর তার জীবনে আসে অভিনেতা পরাগ ত্যাগী। ২০১৪ সালে সাত পাক ঘুরেন পরাগ এবং শেফালি। এরপর তারা মুম্বাইয়ে সংসার পাতেন।
বাংলা৭১নিউজ/এসএকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025