বাগেরহাটের মোরেলগঞ্জে সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে নির্মল চন্দ্র মন্ডল (৫৫) নামের এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজার সংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহত নির্মল চন্দ্র মন্ডল নামের ওই ব্যবসায়ীর বাড়ি পিরোজপুরের নাজিরপুর এলাকায়। তবে ধাক্কা দেওয়া সিমেন্টবাহী ট্রলারের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ওই ব্যবসায়ী সবজি বিক্রির উদ্দেশ্যে ফুলহাতা বাজারে আসছিলেন। রাত হয়ে যাওয়ায় তিনি পুলের নিচে নৌকা বেঁধে সকাল হওয়ার অপেক্ষা করছিলেন। এ সময় সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা তানবির বাসার বলেন, নিহত নির্মল চন্দ্র মন্ডল বাজারে কলা, কচু, কুমড়া ইত্যাদি সবজি এনে বিক্রি করতেন। তার নৌকাটি পুলের সঙ্গে বাঁধা ছিল। সিমেন্টবাহী একটি ট্রলার যাওয়ার সময়, পুলের পিলারে ধাক্কা দেয়। এতে পুলটি ভেঙে পড়ে এবং পুলের ওপর থাকা কংক্রিটের স্লাবের চাপায় সবজি ব্যবসায়ীর নৌকাটি দুমড়ে মুচড়ে যায় এবং ওই ব্যবসায়ী পানিতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করে তার মরদেহ উদ্ধার করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান বলেন, আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। এটা একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ হস্তান্তর করা হবে। পুলটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করতেন।
বাংলা৭১নিউজ/এআরকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025