স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সারা দেশের ১০০টি স্কুলে সিনথেটিক পিচ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ের ক্রিকেটকে আরও বিস্তৃত ও সহজপ্রাপ্য করে তুলবে।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলা হয়েছে, ‘ক্রিকেটপ্রেমী এই দেশে খেলাটির সার্বিক উন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণই এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ।
উপদেষ্টার পোস্টে আরও বলা হয়েছে, ‘ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সারাদেশের তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনা এবং ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন ক্রীড়া উপদেষ্টা দেখেছিলেন, তার শুরুটা এখানেই।’
উপদেষ্টার পোস্টে বলা হয়েছে, ‘টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছরের আয়োজনে দেশের ৪টি অঞ্চলে মিনি বিসিবি স্থাপনের ঘোষণা দেন বিসিবি সভাপতি। এ উদ্যোগের আওতায় ক্রিকেট পৌঁছে যাবে তৃণমূলে, পাইপলাইন হাতড়ে বেড়ানো থেকেও রেহাই মিলবে বাংলাদেশ ক্রিকেটের।’
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025