অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অভিযানে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ সেনা।
মঙ্গলবার (২৪ জুন) এই হামলা হয় বলে জানায় সংবাদমাধ্যম প্যালিস্টাইন ক্রনিকল।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, হামাস অতর্কিতে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায়। হামলাস্থলে কয়েকজন সেনা এখনো নিখোঁজ আছেন।
খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে, সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে।
জানা গেছে, হামাসের সদস্যরা দুই ভাগে এই অতর্কিত হামলা চালায়। প্রথমে সেখানে থাকা সেনাদের ওপর হামলা চালানো হয়। আহত সেনাদের উদ্ধারে আসা আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় বার হামলা চালানো হয়।
পরে হেলিকপ্টারের মাধ্যমে আহত সেনাদের উদ্ধার করে তেলআবিবের তেল হাসোমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইরান-ইসরায়েল সংঘাত চলাকালে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করে হামাস।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা ও অভিযানে এখন পর্যন্ত ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। আহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি। প্রায় পুরো গাজা ধ্বংস্স্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি হামলায়।
বাংলা৭১নিউজ/জেসি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025