যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে দুদিন অভিযান চালিয়ে ৩৫ লাখ ৮৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। এসময় তিনজনকে আটক করা হয়।
তারা হলেন বেনাপোল পোর্ট থানার খালিদ হোসেন (১৭), একই থানার মিলন হোসেন (৪৫) ও যশোরের চৌগাছা থানার আমিনুর রহমান (৩০)।
বিজিবি জানায়, শুক্র ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালি চেকপোস্ট, শাহাজাদপুর ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি।
এসময় ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, শাড়ি, থ্রি-পিস, কম্বল, জালনোট, ল্যাপটপ, মোবাইল, ওষুধ, বিভিন্ন প্রকার খাদ্য ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। এসব মালামালের মূল্য ৩৫ লাখ ৮৭ হাজার ১০০ টাকা।
এরমধ্যে শুক্রবার ১৭ লাখ ৬৪ হাজার ৬০০ টাকার মালামালসহ দুই চোরকারবারীকে আটক করা হয়। আর শনিবার ১৮ লাখ ২২ হাজার ৫০০ টাকার পণ্যসহ আটক করা হয় আরেকজনকে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচারচক্রকে আটকে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025