চট্টগ্রামের মীরসরাইয়ে কনটেইনারবাহী একটি লরির চাপায় জয়নাল আবেদীন (৫৫) নামের এক নার্সারি মালিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বাদামতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি বাদামতলী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নিজের বাড়ির পাশে একটি নার্সারি পরিচালনা করতেন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে নার্সারি থেকে বড়তাকিয়া বাজারের দোকানে চারা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জয়নাল। এ সময় দ্রুতগতির একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার পর লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/এআরকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025