মেক্সিকো উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন এরিক। দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ জুন) মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানার আগে হারিকেনটি শক্তি বাড়িয়ে ৩ নম্বর ক্যাটাগরির ঝড়ে পরিণত হবে।
মার্কিন জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, এরইমধ্যে ক্যাটাগরি ২ হারিকেনের শক্তি অর্জন করা সামুদ্রিক ঝড়টি দক্ষিণ মেক্সিকোর কিছু অংশে ‘ধ্বংসাত্মক বাতাস এবং প্রাণঘাতী আকস্মিক বন্যা’ পরিস্থিতি তৈরি করতে পারে।
স্থানীয় সময় বুধবার (১৮ জুন) বিকেল নাগাদ ঝড়ের সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার (১১০ মাইল) পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা আরো তীব্র হওয়ার জন্য অনুকূল পরিবেশ রয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ঝড়ের গতিপথে থাকা লোকজনকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের রাখতে, ঘরের ভেতরে থাকতে এবং বাইরে না বের হতে বলেছেন।
ক্যাটাগরি ৩ এবং তার বেশি ঝড়গুলোকে বড় হারিকেন হিসাবে বিবেচনা করা হয়। এসব ঝড়ের ঘণ্টায় কমপক্ষে ১৮০ কিলোমিটার (১১১ মাইল) বাতাসের গতিবেগ থাকে।
মেক্সিকোর নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লরা ভেলাজকুয়েজ বলেছেন, ওয়াঝাকা এবং গুয়েরেরো রাজ্যের মধ্যে এরিকের আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এ সময় কমপক্ষে ৫০ সেমি (২০ ইঞ্চি) বৃষ্টিপাত হতে পারে।
ঝুঁকিতে থাকা নাগরিকদের নিরাপদ আশ্রয়ে মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত চিয়াপাস, গুয়েরেরো এবং ওয়াক্সা রাজ্যে প্রায় ২০০০ আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে মেক্সিকোতে হারিকেন ওটিসের আঘাতে কমপক্ষে ৫০ জন নিহত হয়, যা ছিল ক্যাটাগরি ৫ হারিকেন। এটি গুয়েরেরোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত আকাপুলকোতে আঘাত হানে।
সূত্র : বিবিসি
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025