বিএনপিকে ভাঙতে স্বৈরাচার শেখ হাসিনার প্রতিটি চক্রান্তই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের জন্যই বিএনপিতে ভাঙন ধরাতে পারেনি। বিএনপিকে ভাঙতে পতিত শেখ হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে।
বুধবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। রিজভী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য এখনও পরিপূর্ণ হয়নি, আরও সংগ্রাম করতে হবে।
অন্তর্বর্তী সরকারকে বিএনপি এখনও সমর্থন করছে জানিয়ে তিনি বলেন, কারো যদি মনে হয় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে, সেটা আলাপ-আলোচনা করে সমাধান করতে হবে। আর নির্বাচন নিয়ে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটি দ্রুত বাস্তবায়ন করবে বলেই আশা করি।
বাংলা৭১নিউজ/একেএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025