দিনাজপুরের বিরামপুর উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. হাসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় বিরামপুর পৌর এলাকার পল্লবী মোড়ে মাছবাহী পিকআপের পেছন থেকে মোটরসাইকেলকটি ধাক্কা দিলে ঘটনাস্থলে মো. হাসান নিহত হন। সে বিরামপুর থানা পাড়া এলাকার নিয়ামত হকের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে পৌর শহরের পল্লবী সিনেমা মোড়ে একটি মোটরসাইকেলের পেছনে একটি মাছবাহী পিকআপ ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা হাসান ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025