জি-৭ সম্মেলন শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে ওয়াশিংটনে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই পথ অবলম্বন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জি সেভেন সম্মেলনের জন্য সোমবার কানাডায় থাকলেও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে হোয়াইট হাউজের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।
বিশ্বের শক্তিশালী অর্থনীতির সাত দেশের জোট জি-৭ এর এবারের সম্মেলনটি হচ্ছে কানাডায়। ওয়াশিংটনে ফিরেই প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম খবর প্রকাশ করছে। জাতীয় নিরাপত্তা পরিষদ পররাষ্ট্র মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালককে নিয়ে গঠিত।
এই পরিষদ প্রেসিডন্টেকে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ে উপদেশ দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে ইসরায়েলের চলমান অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেয়নি। ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকলেও ওয়াশিংটন ইসরায়েলের চলমান অভিযানে যোগ দেবে না বলে খবর প্রকাশ করেছে বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সিবিএস নিউজ।
এদিকে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বাহিনীর সুরক্ষা নিশ্চিত করতে সেখানে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ।
এর আগে হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছিল, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আগেভাগেই জি-৭ সম্মেলন ত্যাগ করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করায় পুরো মধ্যপ্রাচ্যেই উত্তেজনা বাড়ছে।
এর আগে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে একটি খসড়া বিবৃতি প্রস্তুত করেন জি-৭ জোটভুক্ত দেশগুলোর নেতারা। তবে এ যৌথ বিবৃতিতে সই করতে ডোনাল্ড ট্রাম্পের সম্মতি নেই বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।
সোমবার (১৬ জুন) কানাডার রকি পর্বতে আয়োজিত জি-৭ সম্মেলনে ওই খসড়া বিবৃতি প্রস্তুত করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা।
চলমান পরিস্থিতিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই খসড়া বিবৃতিতে। এতে আরও বলা হয়, ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025