রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সানজিদা (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে অসচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ইডেন কলেজের শিক্ষার্থী মাইশা ইসলাম বলেন, ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহনা ইসলামের সঙ্গে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদা সাঁতার শিখতে পুকুরে নামে। পরে সে পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সানজিদা আর বেঁচে নেই।
তিনি জানান, সানজিদার বাসা চকবাজার থানার চম্পাকলি এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ সারজু।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ইডেন কলেজের পুকুরে ডুবে যাওয়া এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025