ইসরায়েল যদি ইরানের ওপর হামলা বন্ধ করে, তাহলে তেহরানও পাল্টা জবাব দেওয়া বন্ধ করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার শুরু হওয়া ইসরায়েলি হামলার পর এটি ছিল আরাগচির প্রথম প্রকাশ্য বক্তব্য এবং তেহরানে কূটনীতিকদের সামনে দেওয়া এই মন্তব্যে তিনি স্পষ্ট বার্তা দেন।
তিনি বলেছেন, যদি আগ্রাসন বন্ধ হয়, তাহলে আমাদের প্রতিক্রিয়াও বন্ধ হবে।
তবে আরাগচির এই মন্তব্যের পর ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রোববারও ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
ইরানের সামরিক স্থাপনার আশপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
রোববার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
বলা হয়েছে, যে সব ব্যক্তি (ইরানের) সামরিক অস্ত্র উৎপাদন কারখানা বা এতে সহায়তাকারী প্রতিষ্ঠান বা সেগুলোর আশপাশের এলাকায় অবস্থান করছেন, তাদের অবিলম্বে ওই এলাকা ছেড়ে যাওয়া উচিত।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় তাদের ফিরে না আসারও আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
সূত্র: আল-জাজিরা
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025