বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিডিপিতে পর্যটন শিল্পের অবদান প্রায় ৪ শতাংশ ভারতে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৮৭ লিবিয়ায় ২ ভাইকে জি‌ম্মি, মুক্তিপণ নিতে এসে গ্রেপ্তার ২ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজের রোষানলে পাঁচমাসে ৬১১ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: সংসদে পরিবেশমন্ত্রী মেয়ের পরকীয়ার জেরে খুন হন সাবেক এমপির স্ত্রী, ১৩ বছর পর রহস্য ভেদ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা উন্নয়ন প্রকল্পে এডিবির বিনিয়োগ ২২ হাজার কোটি টাকা নেত্রকোনায় সব নদ-নদীর পানি বাড়ছে গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ কুয়েতে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৫০ প্রবাসী গ্রেপ্তার মতিউর ও স্ত্রী-সন্তান‌দের সম্প‌দের হিসাব চেয়ে নো‌টিস শেরপুরে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত আনন শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন আনোয়ারা সৈয়দ হক রোহিঙ্গাদের জন্য ১.৫ মিলিয়ন ইউরো দিচ্ছে ফ্রান্স অবশেষে ব্যয়যোগ্য রিজার্ভের তথ্য জানালো কেন্দ্রীয় ব্যাংক প্রত্যয় স্কিম বাতিলে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী সৌদি গমনেচ্ছুদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে যৌথ টাস্কফোর্স কোটা বাতিলের দাবিতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান

তদন্তের মুখে ফিফার নতুন সভাপতিও

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ৭১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: এবার তদন্তের মুখে রয়েছেন বিশ্ব ফুটবল সংস্থার (ফিফা) নতুন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংস্থার গভর্নিং বডির আচরণবিধি ভঙ্গের (কোড অব এথিকস) অভিযোগ উঠেছে ইনফান্তিনোর বিরুদ্ধে।

জুরিখে ফিফা এথিকস কমিটির সামনে প্রাথমিক তদন্তে হাজির হচ্ছেন তিনি আগামী শুক্রবার। এখানে ইনফান্তিনোকে জিজ্ঞাসাবাদ করবেন ফিফা এথিকস কমিটির তদন্ত কর্মকর্তা রবার্ট তোরেস।

আর এতে নির্ভর করছে ইনফান্তিনোর ভবিষ্যৎ। যথাযথ তথ্য প্রমাণ পেলে পরে ইনফান্তিনোর বিরুদ্ধে পূর্ণ তদন্তে নামবে ফিফার এথিকস কমিটি। তেমন হলে কমপক্ষে ৯০ দিনের জন্য বরখাস্ত করা হবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে।

ইতালিয়ান বংশোদ্ভূত সুইস এ ফুটবল সংগঠকের বিরুদ্ধে অভিযোগ, বিশ্বকাপের আয়োজকের বিডিংয়ে থাকা দেশের কাছ থেকে ভাড়ার বিমানের সুবিধা নিয়েছেন ফিফার নতুন সভাপতি। ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ ব্যক্তিগত ব্যবহারের কার্পেট, ব্যায়াম মেশিন, ফুল ও লন্ড্রির বিল পরিশোধ করেছেন তিনি ফিফার অর্থে।

গতকাল ফিফার এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ফিফা সভাপতি জনসম্মুখেই বলেছেন সংস্থার স্বাধীন এথিকস কমিটির প্রতি তিনি শ্রদ্ধাশীল। কমিটির যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তিনি।

ফিফা সভাপতি জানিয়েছেন, ফিফা আচরণ বিধি মেনেই সব কাজ করেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ ‘অযৌক্তিক’ ও ‘ভিত্তিহীন’।

গত ফেব্রুয়ারিতে ফিফার নতুন সভাপতি নির্বাচিত হন জিয়ান্নি ইনফান্তিনো। আর এর আগে পরে ফিফা থেকে অপসারিত হয়েছেন প্রধান নিরীক্ষা কর্মকর্তা ডোমিনকা স্কালা, ফিন্যান্স ডিরেক্টর মার্কাস ক্যাটনারসহ শীর্ষ বেশ কয়জন কর্মকর্তা।

পরিচয় গোপন রেখে এদের কেউ কেউ ইনফান্তিনোর এমন খবর ফাঁস করেন। ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্তে জিজ্ঞাসাবাদ করা হবে এমন ১৮ জনকে। এর আগে ফিফার এক যুগের সভাপতি সেপ ব্লাটারের বিরুদ্ধে ঘুষ লেনদেনের তদন্তে নামে সংস্থার এথিকস কমিটি।

এতে অভিযোগ ছিল ইউরোপিয়ান ফুটবল সংস্থার (ইউয়েফা) সভাপতি ও ফিফার সহ-সভাপতি মিশেল প্লাতিনিকে অনৈতিকভাবে ১.২ মিলিয়ন ইউরো প্রদান করেছেন ব্লাটার। এর তদন্তকালে উভয়কে ৯০ দিনের জন্য বরখাস্ত করে ফিফার এথিকস কমিটি।

পরে তদন্ত শেষে ব্লাটার ও প্লাতিনিকে তিন বছরের নিষেধাজ্ঞা দেয় ফিফা। ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ, ভাড়ার বিমানে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ আয়োজক রাশিয়া ও কাতার সফরে যান ইনফান্তিনো। যার খরচ বহন করে বিশ্বকাপের আয়োজক দেশ দুটি।

এছাড়া ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল ম্যাচ শেষে মিলান থেকে রোমে ব্যক্তিগত সফরে যান ফিফার খরচে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com