রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৫ আবারও শাহবাগ অবরোধ করলেন চিকিৎসকরা সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় শতাধিক সাংবাদিক একদিনে আরও ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ভোটার এলাকা পরিবর্তনে ভোগান্তি কমছে নাগরিকদের নড়াইলের বিস্তীর্ণ ফসলের মাঠে দ্যুতি ছড়াচ্ছে হলুদের আভা বেক্সিমকো ঘিরে উদ্ভূত পরিস্থিতির কোনো দায় নেবে না সরকার হিন্দু সে‌জে ডাকা‌তির প্রস্তু‌তিকালে নারীসহ গ্রেপ্তার ১০ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু তাদের শাস্তি না দিয়ে কী করে সংস্কার করবেন, প্রশ্ন সারজিসের দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর

তদন্তের মুখে ফিফার নতুন সভাপতিও

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ৮২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: এবার তদন্তের মুখে রয়েছেন বিশ্ব ফুটবল সংস্থার (ফিফা) নতুন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংস্থার গভর্নিং বডির আচরণবিধি ভঙ্গের (কোড অব এথিকস) অভিযোগ উঠেছে ইনফান্তিনোর বিরুদ্ধে।

জুরিখে ফিফা এথিকস কমিটির সামনে প্রাথমিক তদন্তে হাজির হচ্ছেন তিনি আগামী শুক্রবার। এখানে ইনফান্তিনোকে জিজ্ঞাসাবাদ করবেন ফিফা এথিকস কমিটির তদন্ত কর্মকর্তা রবার্ট তোরেস।

আর এতে নির্ভর করছে ইনফান্তিনোর ভবিষ্যৎ। যথাযথ তথ্য প্রমাণ পেলে পরে ইনফান্তিনোর বিরুদ্ধে পূর্ণ তদন্তে নামবে ফিফার এথিকস কমিটি। তেমন হলে কমপক্ষে ৯০ দিনের জন্য বরখাস্ত করা হবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে।

ইতালিয়ান বংশোদ্ভূত সুইস এ ফুটবল সংগঠকের বিরুদ্ধে অভিযোগ, বিশ্বকাপের আয়োজকের বিডিংয়ে থাকা দেশের কাছ থেকে ভাড়ার বিমানের সুবিধা নিয়েছেন ফিফার নতুন সভাপতি। ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ ব্যক্তিগত ব্যবহারের কার্পেট, ব্যায়াম মেশিন, ফুল ও লন্ড্রির বিল পরিশোধ করেছেন তিনি ফিফার অর্থে।

গতকাল ফিফার এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ফিফা সভাপতি জনসম্মুখেই বলেছেন সংস্থার স্বাধীন এথিকস কমিটির প্রতি তিনি শ্রদ্ধাশীল। কমিটির যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তিনি।

ফিফা সভাপতি জানিয়েছেন, ফিফা আচরণ বিধি মেনেই সব কাজ করেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ ‘অযৌক্তিক’ ও ‘ভিত্তিহীন’।

গত ফেব্রুয়ারিতে ফিফার নতুন সভাপতি নির্বাচিত হন জিয়ান্নি ইনফান্তিনো। আর এর আগে পরে ফিফা থেকে অপসারিত হয়েছেন প্রধান নিরীক্ষা কর্মকর্তা ডোমিনকা স্কালা, ফিন্যান্স ডিরেক্টর মার্কাস ক্যাটনারসহ শীর্ষ বেশ কয়জন কর্মকর্তা।

পরিচয় গোপন রেখে এদের কেউ কেউ ইনফান্তিনোর এমন খবর ফাঁস করেন। ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্তে জিজ্ঞাসাবাদ করা হবে এমন ১৮ জনকে। এর আগে ফিফার এক যুগের সভাপতি সেপ ব্লাটারের বিরুদ্ধে ঘুষ লেনদেনের তদন্তে নামে সংস্থার এথিকস কমিটি।

এতে অভিযোগ ছিল ইউরোপিয়ান ফুটবল সংস্থার (ইউয়েফা) সভাপতি ও ফিফার সহ-সভাপতি মিশেল প্লাতিনিকে অনৈতিকভাবে ১.২ মিলিয়ন ইউরো প্রদান করেছেন ব্লাটার। এর তদন্তকালে উভয়কে ৯০ দিনের জন্য বরখাস্ত করে ফিফার এথিকস কমিটি।

পরে তদন্ত শেষে ব্লাটার ও প্লাতিনিকে তিন বছরের নিষেধাজ্ঞা দেয় ফিফা। ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ, ভাড়ার বিমানে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ আয়োজক রাশিয়া ও কাতার সফরে যান ইনফান্তিনো। যার খরচ বহন করে বিশ্বকাপের আয়োজক দেশ দুটি।

এছাড়া ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল ম্যাচ শেষে মিলান থেকে রোমে ব্যক্তিগত সফরে যান ফিফার খরচে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com