বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলায় রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে গেছে। বুধবার (১৪ আগস্ট) ভোরে আধারমানিক পূর্ব গুজরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (বুধবার) ভোরে আধারমানিক গ্রামে দুর্ঘটনাবসত রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে চারজন মালিকের ১২টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বাংলা৭১নিউজ/এসআই