বাংলা৭১নিউজ,(রাঙ্গামাটি)প্রতিনিধি: রাঙ্গামাটিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে শহরের কল্যাণপুর জ্বালনি ডিপোর পাশে একটি আসবাবপত্রের দোকানের পেছন থেকে তার লাশটি উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক প্রায় ৪০ বছর বয়সী নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। নিহত ব্যক্তি উপজাতি সম্প্রদায়ের। তাকে শারীরিক নির্যাতনে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
জানা গেছে, ওই এলাকায় জঙ্গলে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে তাৎক্ষণিক পুলিশে খবর দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, নিহতের পরিচয় উদ্ধারসহ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, লোকটিকে কে বা কারা উপর্যুপরি আঘাত করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়েছে। লাশের চোখ, হাত ও মুখসহ দেহের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলা৭১নিউজ/এএস