বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ২০১৫ সালে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্র ফারহান সাকিবকে খুনের ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ড ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন কাজী সরওয়ার উদ্দিন, শহিদুল ইসলাম, মীর হোসেন। এছাড়া হোসনে মোবারক রুবেল নামে আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম সিরাজুল ইসলাম চৌধুরী এ রায় প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ফারহান সাকিবকে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এদের মধ্যে শহিদুল ইসলাম ও মীর হোসেনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। কাজী সরওয়ার উদ্দিনকে অপর একটি ধারায় আরও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
হত্যাকাণ্ডের শিকার ফারহান সাকিব জোরারগঞ্জের উত্তর মোবারকঘোনা এলাকার মো. নাছির আহম্মদের ছেলে। তিনি জোরারগঞ্জ জেবি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।
এ ঘটনায় তার বড় ভাই শহিদুল ইসলাম রুবেল বাদি হয়ে পাঁচজনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রায় ঘোষণার পর বাদী শহিদুল ইসলাম রুবেল সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানান।
বাংলা৭১নিউজ/আইএম