বাংলা৭১নিউজ,ডেস্ক: জম্মু–কাশ্মীরের সব মসজিদ এখন সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নজরে। বিশেষ করে শ্রীনগর জুড়ে থাকা একাধিক মসজিদ যাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নজরে থাকে তার জন্য জারি হয়েছে নির্দেশিকা। সোমবার এই নির্দেশিকা জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে। অমিত শাহের মন্ত্রনালয়ের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি হওয়ায় জোর চর্চা শুরু হয়েছে ভূস্বর্গ জুড়ে।
ইতিমধ্যেই শ্রীনগরের বিভিন্ন জোনের এসএসপি–কে (সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ) এই মসজিদগুলির বিস্তারিত রিপোর্ট পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘দয়া করে সব মসজিদের বিস্তারিত রিপোর্ট পাঠান।
যে মসজিদ যাঁর অধীনে পড়ছে তাঁকে সব তথ্য জোগাড় করে রিপোর্ট পাঠাতে হবে। চিঠির সঙ্গে পাঠানো প্রোফরমা অনুযায়ী তথ্য পেশ করে দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই রিপোর্ট পাঠান।’
কী কী জানাতে হবে মসজিদ সম্পর্কে? চিঠি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মসজিদটি কোন জেলায়, সেখানের ভূখণ্ডের বিস্তারিত তথ্য, মসজিদের নাম এবং ভৌগোলিক অবস্থান, মৌলবীর নাম, ঠিকানা এবং মসজিদের চেয়ারম্যানের নাম, ঠিকানা লিখে জানাতে হবে।
উল্লেখ্য, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপত্যকা থেকে ফিরতেই সেখানে ১০ হাজার কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার মসজিদ সম্পর্কে জানতে চাইতে জারি হল নির্দেশিকা। নেপথ্যে কারণ কী? সময়ই তা বলবে বলে মনে করছেন অনেকে।
বাংলা৭১নিউজ/সূত্র: অনলাইন আজকাল