শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

ভারতে বিমান দুর্ঘটনায় জামায়াতের শোক

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় ক্রুসহ ২৪২ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ জুন) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ১২ জুন দুপুর দেড়টার দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই দুর্ঘটনায় পতিত হয়। বিমানটিতে ক্রুসহ ২৪২ জন যাত্রী ছিলেন। ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে- বিমানের সব যাত্রী নিহত হয়েছেন। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা আশা প্রকাশ করছি, ভারতের সরকার এবং জনগণ শীঘ্রই তাদের এ শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com