বাংলা৭১নিউজ,রাবি প্রতিনিধি: দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ ও পথনাট্য করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পিছনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার বলেন, ধর্ষণ রোধের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কিন্তু শুধু সরকারের পদক্ষেপে ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব নয়। মানবতা আজ নি¤œতর পর্যায়ে নেমে গেছে। এর প্রধান কারণ, আমরা মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা নিতে পারছি না। সমাজের প্রত্যেকটি পর্যায়ে নৈতিকতা ও আদর্শের শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে। এজন্য প্রয়োজন একটি শক্তিশালী সামাজিক আন্দোলন।
রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তমালিকা বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতিম-লীর সদস্য আজম হোসেন, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আ.স.ম. শিবলী সিহাব, তীর্থকের সভাপতি মামুন হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে একই স্থানে ধর্ষণবিরোধী এক পথনাট্য প্রদর্শন করে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সদস্যরা।
বাংলা৭১নিউজ/এমএম