বাংলা৭১নিউজ, যশোর: সতর্ক অবস্থায় ভারতীয় সীমান্তে অবস্থান নিয়েছে বিএসএফ। দেশটির কেন্দ্র থেকে অতিরিক্ত তিন গুন ফোর্স পাঠিয়েছে বিএসএফ কতৃৃপক্ষ। এজন্য উভয় সীমান্তে বসবাসকারী লোকজন ও সংশ্লিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।
যশোর সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশিরা জানান গুলশান ঘটনার আগে যেখানে একজন বিএসএফ পাহারা দিত, সেখানে এখন তিনজন বিএসএফ পাহারা দিচ্ছে এছাড়া ভারতীয় পুলিশও সীমান্ত এলাকায় নজরদারি করতে ওয়াচ টাওয়ার বসাচ্ছে।
সূত্র জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত থাকা বাংলাদেশের সীমান্তজুরে নিয়ে নেওয়া হয়েছে এ ব্যবস্থা। এজন্য পশ্চিমের জেলা প্রশাসনকে সীমান্তে অতিরিক্ত ফোর্স বসানোর জন্য বলা হয়েছে। তারপরই দীর্ঘ এ সীমান্ত জুড়ে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ সীমান্ত শান্ত রয়েছে এবং সীমান্তে অতিরিক্ত কোন ফোর্স মোতায়েন করা হয়নি। ওপারের অবস্থা সর্ম্পকে আমাদের কাছে কোন তথ্য নেই।
বাংলা৭১নিউজ/আরটি