রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

ফ্রান্সকে ‘ভয়’ দেখাচ্ছেন রোনালদো!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৯ জুলাই, ২০১৬
  • ১১০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক : ক্লাবের হয়ে এমন কিছু নেই তিনি জেতেননি। ব্যক্তিগত অর্জনের খাতাটাও রঙিন। কিন্তু পর্তুগালের জন্য এখনো কিছু করতে পারেননি। রোনালদো রোববার ফ্রান্সের বিপক্ষে সেই দায় মেটাতে চান। তার আগে উয়েফার সঙ্গে আলাপকালে মানসিক একটা খেলা খেলে গেলেন। ফ্রান্সকে ফেভারিট বলছেন। কিন্তু ভয়টাও ধরিয়ে দিয়ে গেলেন, ‘২০০৪ সালে স্বাগতিক হয়েও আমরা শিরোপা জিততে পারিনি। মনে রাখতে হবে স্বাগতিক হলেই সবসময় জেতা যায় না।’

রোনালদো ২০০৪ সালে পর্তুগালের হয়ে ইউরো ফাইনাল হেরেছিলেন। গ্রিসের বিপক্ষে, ০-১ গোলে। তারপর পর্তুগালের আকাশে অনেক ঝড় এসেছে, আবার চলেও গেছে। রোনালদোর জীবনও তার ব্যতিক্রম নয়। সময়ের পরিবর্তনে এই রোনালদো এখন অনেক পরিপক্ব। সেই পরিপক্ক রোনালদোই পর্তুগীজদের স্বপ্ন দেখাচ্ছেন, ‘এই স্বপ্নই আমি দেখছি। জাতীয় দলকে এবার কিছু দিতে চাই।’

‘আমি বিশ্বাস করি এটা সম্ভব। আমার সতীর্থ এবং গোটা দেশ বিশ্বাস করে আমরা ফাইনাল জিতবো। আমাদের অবশ্যই ইতিবাচক চিন্তা মাথায় আনতে হবে। কারণ রবিবারই প্রথম বারের মতো আমরা কোনো বড় শিরোপা জিতবো।’

পর্তুগাল এবার শুরু থেকে ফেভারিটের তালিকায় ছিল না। গ্রুপ পর্বে কোনো মতে খেলে কোয়ার্টারে পা রাখে। এর মধ্যে তিনটি ম্যাচই ছিল ড্র। আরেকটিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে পার পেয়ে যায় তারা। আর কোয়ার্টারে তো পোল্যান্ড আটকেই দিয়েছিল। সেখানে পেনাল্টি ভাগ্যে বৈতরণী পার।

শুধুমাত্র সেমিতে এসে একটু অন্যরকম পর্তুগালের দেখা মেলে। রোনালদোর যাদুকরী আবির্ভাবে ওয়েলসকে ২-০ গোলে হারায় তারা। সিআরসেভেন নিজে গোল করেন আবার ন্যানিকে দিয়ে আরেকটি করান। রোনালদো আত্মবিশ্বাস খুঁজছেন ওই সেমি থেকেই, ‘ম্যাচটা আমাদের জন্য খুব ইতিবাচক ছিল। দল দারুণ খেলেছিল। টুর্নামেন্টের অন্যতম সেরা একটি দলকে (ওয়েলস) দুই গোল দিয়েছি আমরা। ওরা খুব ভালো একটা দল। কোচও দারুণ। কিন্তু আমরা অনেক সুযোগ সৃষ্টি করে গোল আদায় করে নিয়েছি। যোগ্য দল হিসেবেই ফাইনাল খেলছি।’

শুরুতে যে পর্তুগালকে দেখা গিয়েছে, সেই পর্তুগালের কথাও বললেন রোনালদো, ‘আমরা ধীরে টুর্নামেন্ট শুরু করেছিলাম। প্রথম দিকের ম্যাচগুলোতে যেমন ফলাফল চেয়েছি তা পাইনি। কিন্তু পরবর্তীতে আমরা নিজেদের ভেতর সমন্বয় করতে পেরেছি। ফাইনালেও সেটা বজায় থাকবে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com