বাংলা৭১নিউজ,(নেত্রকোণা)প্রতিনিধি: নেত্রকোণা শহরের নিউ টাউন এলাকায় ছেলেধরা সন্দেহে এক যুবককে (২৫) পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ সময় ওই যুবকের ব্যাগ থেকে এক শিশুর মস্তক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে এক শিশুকে ধরে নিয়ে যাওয়ার সময় ওই যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তার ব্যাগ থেকে অপর এক শিশুর কাটা মাথা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এফএ