বাংলা৭১নিউজ, ডেস্ক: ঢাকার গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার এক সপ্তাহ পরে ভারতীয় গোয়েন্দারা এক প্রতিবেদনে জানিয়েছে আইএস জঙ্গিরা জেএমবিকে ব্যবহার করে ভারতকে টার্গেট করেছে। ওই জঙ্গিদের বিরুদ্ধে সতর্ক থাকার কথা জানানো হয়েছে।
এমন চাঞ্চল্যকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির টাইমস অব ইন্ডিয়া পত্রিকা।
ভারতীয় গোয়েন্দারা আরো জানিয়েছে, আইএস ভারতকে টার্গেট করছে বাংলাদেশের সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজস করে। বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র প্রতি তীক্ষœ নজর রাখছে ভারতের গোয়েন্দারা।
জেএমবির সদস্যরা ভারতের আসাম ও পশ্চিমবঙ্গকে ভিত্তি করে কার্যক্রম চালাবে। এই দুই রাজ্যে কিছু জঙ্গি নিয়োগও দেওয়া হয়েছে বলে গোয়েন্দারা তথ্য দিয়েছে।
বাংলা৭১নিউজ/সূত্র:টাইমস অব ইন্ডিয়া