শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপরাধ কমাতে পুলিশের কাছে ‘ম্যাজিক’ নেই: আইজিপি এবার সাদপন্থী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা শ্রমিকদের কর্মবিরতিতে পণ্য পরিবহন বন্ধ, মোংলায় অচলাবস্থা ঘরে শিশুর মুখবাঁধা মরদেহ, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা টেকসই প্রত্যাবাসন রো‌হিঙ্গা সমস্যার একমাত্র সমাধান ১৩ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা কায়কোবাদ ইসলামি দলগুলোর মাথার ওপরে কেউ যেন কাঁঠাল ভেঙে খেতে না পারে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিয়ে যা জানাল প্রধান উপদেষ্টার উইং আমাদের প্রধান তিন কাজ— গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আইন উপদেষ্টা পশ্চিমবঙ্গে বাংলাদেশি যুবক গ্রেপ্তার আমার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য ও ষড়যন্ত্রমূলক সচিবালয় ছিল দালালদের হাটবাজার, অন্যদের শঙ্কিত হওয়ার কারণ নেই খেলাফত মজলিসের সমাবেশ শুরু একদিনে আরও ৩৭ প্রাণহানি, গাজায় মোট নিহত ছাড়াল ৪৫ হাজার ৪৩০ চাকরিবিধি লঙ্ঘনের জন্য আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে ‘গোপন বৈশিষ্ট্যের’ যুদ্ধবিমান ক্রসফায়ারে নিহত বিএনপি নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন

শোলাকিয়ায় নিহত জঙ্গি আবির ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৮ জুলাই, ২০১৬
  • ১৪২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, কিশোরগঞ্জ : শোলাকিয়ায় জঙ্গি হামলাকরিদের মধ্যে একজনের পরিচয় পেয়েছে পুলিশ। সেই হামলাকারির নাম আবির হোসেন। সে ঢাকার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ২৩ বছর বয়সী এই তরুণ গত পহেলা মার্চ থেকে নিখোঁজ ছিল।

গুলশান হামলার পর নিখোঁজ ছেলে আবির রহমানের খোঁজ চেয়ে রাজধানীর ভাটারা থানায় গত ৬ জুলাই সিরাজুল ইসলাম সরকার জিডিটি করেন। জিডিতে উল্লেখ করা হয়, রাজধানীর বসুন্ধরা এলাকার বাসা থেকে গত পহেলা মার্চ আনুমানিক বেলা ৩টার দিকে বেরিয়ে যাওয়ার পর তার ছেলে আবির রহমান নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোন খোঁজ মিলেনি।

হামলার সময়ে পুলিশের গুলিতে আবির নিহত হয়েছিল। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান এ কথা জানিয়েছেন।

তিনি আরো বলেন, আবির হোসেনের বাবার নাম সিরাজুল ইসলাম। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার ত্রিবিদ্যা গ্রামে। ঢাকার বসুন্ধরায় তাদের বাড়ি রয়েছে বলে জানিয়েছে সূত্র।

আবিরের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আবির গত চার মাস যাবৎ নিখোঁজ ছিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার শোলাকিয়ায় উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত শুরু হওয়ার আগে সকাল সাড়ে আটটার কিছু পরে মুসল্লিবেশে শোলাকিয়া ঈদগাহে যাওয়ার পথে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুলিশ চেকপোস্টে দেহতল্লাশীর সময় একদল সন্ত্রাসী বোমা বিস্ফোরণ ঘটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে দায়িত্বরত ১১ পুলিশ সদস্যকে আহত করে। হামলাকারীরা অসম্ভব ক্ষিপ্রতার সঙ্গে পুলিশের ওপর এই হামলা চালায়।

তারা বোমা নিক্ষেপের সঙ্গে সঙ্গে চাপাতি নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি কুপিয়ে তারা পুলিশ সদস্যদের জখম করে। এ সময় আহত পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে আশপাশের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে।

তাদের মধ্যে কনস্টেবল জহিরুল ইসলাম তপু (৩০) চেকপোস্ট সংলগ্ন মুফতি মোহাম্মদ আলী (রহ.) জামে মসজিদের সড়কের উপর অবস্থিত টয়লেটে আশ্রয় নেয়ার চেষ্টা করলে সেখানেই তাকে চাপাতি দিয়ে কোপায় হামলাকারীরা।

বাংলা৭১নিউজ/এমকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com