মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ডিজিটাল মাধ্যমে বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বৃদ্ধি করা হবে বিকাশ অ্যাপে খোলা যাচ্ছে সেভিংস এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ! ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা ডিএমপি ভারত থেকে রেলের ২০০ বগি কিনছে বাংলাদেশ, চুক্তি সই মেয়রের সামনে কাউন্সিলর রতনকে জুতাপেটা করলেন কাউন্সিলর চামেলী বাজেট অধিবেশন শুরু ৫ জুন দেশের অর্থনীতি শূন্যে, ক্র্যাশল্যান্ডিং হতে পারে বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক মেয়েকে ঘুমে রেখে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুললেন মা প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড তৈরি করতে বলেছেন বঙ্গবন্ধু শান্তি পুরস্কার দেবে বাংলাদেশ, নীতিমালা অনুমোদন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রেসিডেন্ট রাইসি নিহত, ইরানে পাঁচদিনের শোক ঘোষণা প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শোলাকিয়ায় নিহত দুই পুলিশ সদস্যের দাফন সম্পন্ন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৮ জুলাই, ২০১৬
  • ১০৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিহত পুলিশ সদস্য আনসারুল হক ও জহিরুল ইসলাম তপুর লাশ তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার মরদেহ দাফন করা হয়। তিনি একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এদিকে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় তার পরিবারসহ পুরো স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। নিহত পুলিশ আনসারুল পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ২০০৬ সালে তিনি পুলিশে যোগ দেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিহত পুলিশের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে মুক্তিযোদ্ধা বাবা আব্দুল মজিদ চাকরি করতেন পুলিশে। বড় বোন ফাতেমা খাতুন নিজেও পুলিশে কর্মরত। বাবা আর বোনের পদাঙ্ক অনুসরণ করে দেশপ্রেমের চেতনা বুকে নিয়ে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন জহিরুল ইসলাম তপু।

চাকরির মাত্র ৫ বছরের মাথায় জীবনের ইতি টানতে হয়েছে পরিবারের সবার আদরের তপুকে।

দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ মাঠ শোলাকিয়ার কাছে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে অবেলাতেই নিভে গেলো পুলিশ পরিবারের এ কনিষ্ঠ সদস্যকে।

নিহত তপুকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া বালাশর গ্রামে বাবা’র কবরের পাশেই শেষ শয্যা হলো কিশোরগঞ্জ সদরের পুলিশ কনস্টেবল জহিরুল ইসলামের (২৫)।

মাটির শীতল বিছানায় বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে কিশোরগঞ্জ থেকে রাত ১১টায় তার মরদেহ নিজ গ্রামের বাড়ি ভাটিপাড়ায় নিয়ে যাওয়া হয়।

রাত ১২ টার দিকে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। জানাজায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (দণি) হারুন অর রশিদ, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিবসহ স্থানীয় এলাকার বাসিন্দারা অংশ নেন।

দাফনে আগে বীরত্বের জন্য উভয়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com