বাংলা৭১নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদগাহের কাছে সন্ত্রাসীরা ককটেল হামলৈা চালিয়েছে। সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। এ সময় ৮ পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষ ঘটে। নিহত কনস্টেবলের নাম জহিরুল। নিহত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। গুরুতর আহত ছয় পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টায় শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসুদের হেলিকপ্টার আজিমুদ্দীন স্কুল মাঠে নামার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা ককটেল হামলা চালায়। পুলিশ তাদের ধাওয়া করলে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় সন্ত্রাসীদের গুলি ও ককটেল হামলায় কনস্টেবল জহিরুলসহ দুজন নিহত ও ছয় পুলিশসহ ১১ জন আহত হন।
শোলাকিয়া মাঠে যেখানে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সেখানে র্যাব, পুলিশ ও আনসারের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত আছেন। ফলে সেখানে নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটেনি। তবে আজিমুদ্দীন স্কুল মাঠে সংঘর্ষের ঘটনায় শোলাকিয়ায় আগত মুসল্লিদের মধ্যে ভীতির সঞ্চার হয়।
বাংলা৭১নিউজ/এমকে