বাংলা৭১নিউজ, ঢাকা : রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন।
মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনসহ সুপ্রিমকোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, রাজনীতিক ও সমাজের বিভিন্নস্তরের শ্রেণি পেশার মানুষ এ জামাতে অংশ নেন।
প্রধান জামাতে ইমামতি করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ ঈমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
অপরদিকে, জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতকে কেন্দ্র করে ঈদগাহ মাঠের চার দিকে র্যািব-পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি লক্ষ করা গেছে। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ ও মাঠের বাইরে স্থাপিত রয়েছে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা।
এছাড়াও সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রাজধানীর প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেখানে প্রতি এক ঘণ্টার বিরতি দিয়ে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
পুলিশ সূত্র জানিয়েছে, ঈদ উল ফিতর নির্বিঘ্নে পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সতর্ক অবস্থানে রাখা হয়েছে র্যা ব-পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের।
বাংলা৭১নিউজ/সিএইস