বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: হিলি কেন্দ্রীয় কবরস্থান রক্ষার দাবিতে প্রধান মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে স্বারকলিপি প্রদান করেছে স্থানিয়রা।
আজ বুধবারদুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলমের হাতে হিলি বাসির পক্ষেস্বারক লিপি প্রদান করেন আল-আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ সামসুল হুদা খানসহ স্থানীয়রা।
“হিলি কেন্দ্রীয় কবরস্থানের উপর দিয়ে হিলি-জয়পুরহাট চার লেন সড়ক নির্মান করা হবে” এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ায়
কবরস্থান রক্ষার দাবিতে এই স্বারক লিপি প্রদান করা হয়।
তাদের দাবি হিলি-জয়পুরহাট চার লেনের সড়কটি কবস্থানের উপর দিয়ে না নিয়ে কবরস্থানকে রক্ষা করে তার পাশ দিয়ে সড়কটি সম্প্রসারণ করা হোক।
বাংলা৭১নিউজ/এসএস