বাংলা৭১নিউজ,ঢাকা: হাসপাতালে শয্যাশায়ী সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওবায়দুল কাদের সিএমএইচে যান।
ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ জাপার শীর্ষ নেতারা।
বার্ধক্যজনিত কারণে এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে রয়েছেন।
রবিবার বনানীতে জাতীয় পার্টির দলীয় অফিসে প্রেস ব্রিফিংকালে জিএম কাদের বলেন, শারীরিক অবস্থার অবনতি ঘটার পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তিনি বলেন, এরশাদের উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে প্রস্তুত আমরা। তবে এখনই তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই।
বাংলা৭১নিউজ/কে এইচ