বাংলা৭১নিউজ,(ফেনী)প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে এক নবজাতক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের বাসুড়া রাস্তার মাথা নামক স্থানে একটি কালভার্টের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বাসুড়া গ্রামের রাস্তার মাথায় ঝোপের ভেতর থেকে মরদেহটি কুকুরে এনে কালভার্টের ওপর রেখে যায়। সকালে স্থানীয়রা বিস্কুটের কার্টনে নবজাতক শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে ফুলগাজী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দীন বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে ৫/৭ দিন পূর্বে শিশুর মরদেহটি ফেলে দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/এএম