বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তের কেওড়া বাগান এলাকায় নাফ নদীর তীরে এক লাখ পিস ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা। পরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোররাতে দমদমিয়া বিওপির টহল দল এসব ইয়াবা জব্দ করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।
২ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. রুবায়াৎ কবীর এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে জানানো হয়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদে বৃহস্পতিবার (২৭ জুন) ভোররাতে দমদমিয়া বিওপির একটি বিশেষ টহল দল দমদমিয়া ওমর খালের পাশে অবস্থান নেয়। এসময় ইয়াবা পাচারকারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে খালের অপর পাশে অন্ধকারের সুযোগে দ্রুত দৌড়ে কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/এএম