বাংলা৭১নিউজ,(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মহেশপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলতাফ হোসেন মুকুল (৪৫) ও তার বৃদ্ধ মা রিজিয়া খাতুন (৯৫)।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, থানার মহেশপুর গ্রামে মা ও ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে এটা নিশ্চিত হওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/এএম