বাংলা৭১নিউজ,(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে রুবেল রহমান (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুবেল সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পারকার্তিকপাশা গ্রামের আবদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বোনের বাড়িতে বেড়াতে এসে রুবেল নিখোঁজ হন। দুপুরের খাওয়ার সময় তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। বুধবার ভোরে খালের পানিতে মরদেহ ভাসতে দেখে স্বজনরা পুলিশে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বলেন, ওই যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/এস আর